পলাশবাড়ীতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন কে সাংবাদিক ও পুলিশের পক্ষে সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৬:৫৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন কে সাংবাদিক ও পুলিশের পক্ষে সংবর্ধনা প্রদান
নিজেস্ব প্রতিনিধি:
গাইবান্ধা জেলায় দায়িত্ব পালনকালে তাহার আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও কর্তব্য নিষ্ঠার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনসহ জেলার অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)”পদকে ভূষিত হয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। তিনি এ পদক পাওয়ার পর গাইবান্ধায় ফেরার পথে জেলার প্রবেশদ্বার পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে ৫ মার্চ বিকালে পলাশবাড়ী থানা পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্যোগে জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করার মধ্য দিয়ে এক সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় জেলা পুলিশের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ,সহকারি পুলিশ সুপারগণ,জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন,থানার ওসি তদন্ত লাইছুর রহমান,টিআই মন্জুর ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের *মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা* পুলিশ সপ্তাহের প্রথম দিনে গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন কে সম্মানজনক এ পদকটি প্রদান করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান ও মাননীয় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন। এ পুরস্কার প্রাপ্তিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রংপুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং পুলিশ সুপার এ পদক প্রাপ্তিকে গাইবান্ধা জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন। এছাড়াও পুলিশ সুপার মোঃ কামাল হোসেন জেলা পুলিশের সকল সহকর্মীসহ সম্মানীত গাইবান্ধা জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।