পলাশবাড়ীতে ছাত্রলীগ কর্মীর চাইনিজ কুড়ালের আঘাতে পৌর শ্রম ফেডারেশন সম্পাদক মারাত্মক আহত
- আপডেট সময় : ০৬:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মোঃ আশিক মিয়া,গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়ালের আঘাতে পৌর শ্রম ফেডারেশনের বাইতুল আলম সম্পাদক আপেল (পুরো নাম) মারাত্মকভাবে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলাকারী হিসেবে স্থানীয় ছাত্রলীগ কর্মী হাসানের নাম উঠে এসেছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় আপেলকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সুপারিশ করেন।
বর্তমানে আপেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারী হাসানকে আটকের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ও শ্রম ফেডারেশনের নেতৃবৃন্দ। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।




















