পরশুরামে মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ০৭:৩৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার ফেনী:ফেনীর পরশুরামে মুহুরী নদীতে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়েত আক্তার নূর–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহুরী নদীর কুন্ডেরপাড়–কালিরবাজার এলাকায় একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে হঠাৎ করেই প্রশাসন মাঠে নামে।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত মোটর ও ফাইভ মেশিন জব্দ করে উপজেলা প্রশাসন। তবে প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফায়েত আক্তার নূর বলেন,
“নদী দখল ও পরিবেশ ধ্বংসকারী কোনো অবৈধ কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না। মুহুরী নদী রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন অভিযানে নদীর ক্ষয়রোধ ও দখলমুক্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।



















