পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন
- আপডেট সময় : ০৯:৩৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন
আসছে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৪। এ দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন।
তবে কর্মসূচীর মধ্যে রয়েছে ১৬ মার্চ সকাল ১১ টায় শিশু একাডেমীতে চিত্রাঙ্কন, আবৃত্তি ও বঙ্গবন্ধু বিষয়ক সংগীত প্রতিযোগিতা। ১৭ মার্চ সকাল ৮ টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে (বঙ্গবন্ধু ম্যুরালে) পুষ্পস্তবক অর্পণ। সকাল ৯.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা৷ সকাল ১০ টায় ডিসি স্কয়ার মঞ্চে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ১৭ মার্চের ঐতিহাসিক ভাষন প্রচার। একই স্থানে সকাল ১০.৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা৷ ১১.৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৪ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। বাদ যোহর মসজিদে দোয়া এবং সুবিধাজনক সময় মন্দির, গীর্জায় ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা। দুপুর ১.৩০ টায় হাসপাতাল, জেলাখানা, এতিমখানা, সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন। বিকাল ৫ টায় সরকারী শিশু পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৪ উপলক্ষে কেককাটা অনুষ্ঠান।
এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জার ব্যবস্থা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত উক্ত কর্মসূচী সমূহ যথাযথ মর্যাদায় পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।