ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন গোমদন্ডী দরবারে জিকরে মোস্তফা সম্মেলন সোমবার জামালপুর মাদারগঞ্জে তারতাপাড়া গ্রামে ঐতিহ্যবাহী গৌ- মইদৌড় খেলা অনুষ্ঠিত হয় ঢাকা আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন, বাৎসরিক ওরশ শরীফে বাঁধা ও চাঁদার দাবি বিবেকানন্দ ষ্টাডি এন্ড ফিলানফ্রপিক সেন্টার অব নিউইয়র্ক উদ্যোগ কম্বল বিতরণ যশোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন নীলফামারীতে আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে বাকৃবিতে নিম গাছ রোপণ সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস ঢাকা সাভারে পুলিশের অভিযানে সোয়া ২ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার, গ্রেফতার ৩

পঞ্চগড়, দেবীগঞ্জে মুত্যু লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়, দেবীগঞ্জে মুত্যু লাশ উদ্ধার।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাবনাল পাড়া গ্রামের ব্রীজের পাশ্চিম পাশ্বে ধানক্ষেতের সাথে পুকুরের লাশটি পাওয়া যায়।

সরেজমিন দেখা যায়, লাশটি পাবনালপাড়া ব্রীজের ৩০ গজ পশ্চিমে পাওয়া যায়, মৃত্যু হাজেরা বেগম (৬০) আনুমানিক। সে একজন প্রতিবন্ধি ছিলেন বলে তার স্বজন যানান। আজ (বৃহস্পতিবার) ২২ ফেব্রুয়ারি আনুমানিক সকালে লাশটির কাছে দুটি কুকুরের শব্দ পেয়ে একজন এগিয়ে যায় পড়ে মৃত অবস্থায় দেখতে পান। একজন দু-জন করে মানুষ আসতে থাকে। মৃত্য ব্যক্তির পড়নে একটা সোয়েটার ও লাল রংগের কাপর।

জানা যায়, আনুমানিক সকালে লাশটি দেখতে পায়। পরে বিভিন্ন যায়গা হতে জনসাধারণ মানুষ আসেন এবং দেখতে থাকেন। মৃত্য লাশটি একটি ব্রীজের পশ্চিম পাশ্বে ধান ক্ষেতের সাথে একটি পুকুরের কিনারায় দেখতে পাওয়া য়ায়। শরীরে ছিলো একটা সেয়েটার ও লাল রংগের কাপর। শরীরের অর্ধেক পুকুরের কচুরি পানার নীচে ও অর্ধেক বাহিরে অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে যানতে পেরেছি যে, কিভাবে সেখানে এসেছিলে বা কেমনে তার মৃত্যু হয় এবিষয়ে কেউ কোনো সঠিক কথা বলতে পানেনা। তার বলছেন বিভিন্ন মানুষের মুখে শুনে তারাও দেখতে আসেন বলে যানান।

মৃত্যু হাজেরা বেগমের স্বজন যানান, ঠাকুরগাঁও জেলার, গড়েয়া ইউনিয়নের ১৩ নং ওয়ার্ডের নাপারঘাট গ্রামে বাসিন্দা। গত মঙ্গলবার অর্থাৎ ১০ দিন হয় তাকে বিভিন্ন যাগায় খোজার পরেও না পেয়ে ঠাকুরগাঁও থানা একটা জিডি করে বলে যানাযায়। আজ (বৃহস্পতিবার) ২২ ফেব্রুয়ারি, তাকে পঞ্চগড়ের দেবীগঞ্জ তার মৃত্যু লাশ পাওয়া যায়।

পরে দেবীগঞ্জ সার্কেল অফিসার মোছাঃ রুনা লাইলাসহ দেবীগঞ্জ পুলিশ টিম এসে মৃত্যু লাশের পরিচয় নিশ্চিত করেন। এবং লাশটি উদ্ধার কাজ পরিচালনা করেন। এবং পোষ্টা মটেম করার জন্য পঞ্চগড় পাঠানো হয় বলে যানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

পঞ্চগড়, দেবীগঞ্জে মুত্যু লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

পঞ্চগড়, দেবীগঞ্জে মুত্যু লাশ উদ্ধার।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাবনাল পাড়া গ্রামের ব্রীজের পাশ্চিম পাশ্বে ধানক্ষেতের সাথে পুকুরের লাশটি পাওয়া যায়।

সরেজমিন দেখা যায়, লাশটি পাবনালপাড়া ব্রীজের ৩০ গজ পশ্চিমে পাওয়া যায়, মৃত্যু হাজেরা বেগম (৬০) আনুমানিক। সে একজন প্রতিবন্ধি ছিলেন বলে তার স্বজন যানান। আজ (বৃহস্পতিবার) ২২ ফেব্রুয়ারি আনুমানিক সকালে লাশটির কাছে দুটি কুকুরের শব্দ পেয়ে একজন এগিয়ে যায় পড়ে মৃত অবস্থায় দেখতে পান। একজন দু-জন করে মানুষ আসতে থাকে। মৃত্য ব্যক্তির পড়নে একটা সোয়েটার ও লাল রংগের কাপর।

জানা যায়, আনুমানিক সকালে লাশটি দেখতে পায়। পরে বিভিন্ন যায়গা হতে জনসাধারণ মানুষ আসেন এবং দেখতে থাকেন। মৃত্য লাশটি একটি ব্রীজের পশ্চিম পাশ্বে ধান ক্ষেতের সাথে একটি পুকুরের কিনারায় দেখতে পাওয়া য়ায়। শরীরে ছিলো একটা সেয়েটার ও লাল রংগের কাপর। শরীরের অর্ধেক পুকুরের কচুরি পানার নীচে ও অর্ধেক বাহিরে অবস্থায় দেখা যায়।

স্থানীয়দের সাথে কথা বলে যানতে পেরেছি যে, কিভাবে সেখানে এসেছিলে বা কেমনে তার মৃত্যু হয় এবিষয়ে কেউ কোনো সঠিক কথা বলতে পানেনা। তার বলছেন বিভিন্ন মানুষের মুখে শুনে তারাও দেখতে আসেন বলে যানান।

মৃত্যু হাজেরা বেগমের স্বজন যানান, ঠাকুরগাঁও জেলার, গড়েয়া ইউনিয়নের ১৩ নং ওয়ার্ডের নাপারঘাট গ্রামে বাসিন্দা। গত মঙ্গলবার অর্থাৎ ১০ দিন হয় তাকে বিভিন্ন যাগায় খোজার পরেও না পেয়ে ঠাকুরগাঁও থানা একটা জিডি করে বলে যানাযায়। আজ (বৃহস্পতিবার) ২২ ফেব্রুয়ারি, তাকে পঞ্চগড়ের দেবীগঞ্জ তার মৃত্যু লাশ পাওয়া যায়।

পরে দেবীগঞ্জ সার্কেল অফিসার মোছাঃ রুনা লাইলাসহ দেবীগঞ্জ পুলিশ টিম এসে মৃত্যু লাশের পরিচয় নিশ্চিত করেন। এবং লাশটি উদ্ধার কাজ পরিচালনা করেন। এবং পোষ্টা মটেম করার জন্য পঞ্চগড় পাঠানো হয় বলে যানা যায়।