পঞ্চগড়, দেবীগঞ্জে মুত্যু লাশ উদ্ধার।
- আপডেট সময় : ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়, দেবীগঞ্জে মুত্যু লাশ উদ্ধার।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১০ চেংঠী হাজরাডাংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাবনাল পাড়া গ্রামের ব্রীজের পাশ্চিম পাশ্বে ধানক্ষেতের সাথে পুকুরের লাশটি পাওয়া যায়।
সরেজমিন দেখা যায়, লাশটি পাবনালপাড়া ব্রীজের ৩০ গজ পশ্চিমে পাওয়া যায়, মৃত্যু হাজেরা বেগম (৬০) আনুমানিক। সে একজন প্রতিবন্ধি ছিলেন বলে তার স্বজন যানান। আজ (বৃহস্পতিবার) ২২ ফেব্রুয়ারি আনুমানিক সকালে লাশটির কাছে দুটি কুকুরের শব্দ পেয়ে একজন এগিয়ে যায় পড়ে মৃত অবস্থায় দেখতে পান। একজন দু-জন করে মানুষ আসতে থাকে। মৃত্য ব্যক্তির পড়নে একটা সোয়েটার ও লাল রংগের কাপর।
জানা যায়, আনুমানিক সকালে লাশটি দেখতে পায়। পরে বিভিন্ন যায়গা হতে জনসাধারণ মানুষ আসেন এবং দেখতে থাকেন। মৃত্য লাশটি একটি ব্রীজের পশ্চিম পাশ্বে ধান ক্ষেতের সাথে একটি পুকুরের কিনারায় দেখতে পাওয়া য়ায়। শরীরে ছিলো একটা সেয়েটার ও লাল রংগের কাপর। শরীরের অর্ধেক পুকুরের কচুরি পানার নীচে ও অর্ধেক বাহিরে অবস্থায় দেখা যায়।
স্থানীয়দের সাথে কথা বলে যানতে পেরেছি যে, কিভাবে সেখানে এসেছিলে বা কেমনে তার মৃত্যু হয় এবিষয়ে কেউ কোনো সঠিক কথা বলতে পানেনা। তার বলছেন বিভিন্ন মানুষের মুখে শুনে তারাও দেখতে আসেন বলে যানান।
মৃত্যু হাজেরা বেগমের স্বজন যানান, ঠাকুরগাঁও জেলার, গড়েয়া ইউনিয়নের ১৩ নং ওয়ার্ডের নাপারঘাট গ্রামে বাসিন্দা। গত মঙ্গলবার অর্থাৎ ১০ দিন হয় তাকে বিভিন্ন যাগায় খোজার পরেও না পেয়ে ঠাকুরগাঁও থানা একটা জিডি করে বলে যানাযায়। আজ (বৃহস্পতিবার) ২২ ফেব্রুয়ারি, তাকে পঞ্চগড়ের দেবীগঞ্জ তার মৃত্যু লাশ পাওয়া যায়।
পরে দেবীগঞ্জ সার্কেল অফিসার মোছাঃ রুনা লাইলাসহ দেবীগঞ্জ পুলিশ টিম এসে মৃত্যু লাশের পরিচয় নিশ্চিত করেন। এবং লাশটি উদ্ধার কাজ পরিচালনা করেন। এবং পোষ্টা মটেম করার জন্য পঞ্চগড় পাঠানো হয় বলে যানা যায়।