পঞ্চগড়ে সৌন্দর্যময় টিউলিপ বাগান দেখতে দর্শনার্থীর ভীড়
- আপডেট সময় : ০৭:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিনিধিঃ
বিদেশ নয় এখন আমাদের দেশে বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ফুটেছে দৃষ্টিনন্দন টিউলিপ ফুল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, হিমালয়কন্যা খ্যাত শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের, তেঁতুলিয়া উপজেলায় টিউলিপ উৎপাদনের এই উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
শীত প্রধান দেশের এই ফুল বাংলাদেশেই চাষ করছেন ক্ষুদ্র চাষিরা, নান্দনিক সৌন্দর্য ছড়াচ্ছে টিউলিপ ফুলের বাগান। তেঁতুলিয়ার দর্জিপাড়া এলাকাতে দৃষ্টিনন্দন টিউলিপ বাগান গড়ে উঠেছে বেসরকারি প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। দেখতে আসে অনেক দর্শনার্থীরা। এবং নান্দনিক দৃশ্য উপভোগ করেন দর্শনার্থীররা। পঞ্চগড়ের তীব্র শীতের মাঝেও বাগানে শোভা পাচ্ছে টিউলিপ এবং সুবাশ ছড়াচ্ছে ফুলগুলো।
দেখা যায়, তেঁতুলিয়ার দর্জিপাড়ার টিউলিপ বাগানে দেখতে ভীড় জমাচ্ছে অনেক দর্শনার্থী। কেউবা ছুয়ে দেখছেন টিউলিপ, কেউবা আবার টিউলিপের দৃশ্যের সাথে নিজেকে জরিয়ে ছবি তুলছেন, আবার অনেকেই নান্দনিক বাগনের দৃশ্য ভিডিও করতে দেখেতে দেখা যায়। এছাড়া সকলেই মন প্রাণ ভোরে উপভোগ করেন টিউলিপ বাগনের দৃশ্য এমনটাই লক্ষ করা যায়।
৯ তারিখ (শুক্রবার) থেকেই ফিতা কেটে উন্মুক্ত করে দেন টিউলিপ বাগান। উদ্বোধন করেন উত্তর বঙ্গের ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ড. মুহাম্মাদ শহীদ উজ জামান, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)
ও পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
যানাযায়, তেঁতুলিয়া দর্জিপাড়ায় গড়ে ওঠা নান্দনিক দৃশ্যের টিউলিপ বাগান, বাগানের দৃশ্য দেখতে আসে বিভিন্ন যায়গা হতে পর্যটকরা।তারা মনোমুগ্ধকর পরিবেশের সাথে বাগানের দৃশ্য উপভোগ করেন। সাথে কেউ কেউ সেলফি তোলেন,কেউ ভিডিও করেন আবার কেউবা বাগানের ঘুরে ঘুরে দেখতে থাকে দৃশ্যটি এমনটাই লক্ষ করা যায়।
আরো যানাযায়, দেশের বেসরকারি প্রতিষ্ঠান
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), পিকেএসএফ এর সহযোগিতায়, বিভিন্ন ফুল যেমন স্টংগোল্ড (হলুদ), জান্টুপিংক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিকভ্যান ইজক (গোলাপী),
অ্যান্টার্কটিকা হোয়াইট (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সানরাইজ (হলুদ), হ্যাপি জেনারেশন (সাদা লাল ছায়া) এবং গোল্ডেন টিকিট (হলুদ) রঙের টিউলিপ মুগ্ধতা ছড়াচ্ছে চারদিকে।
যানাযায়, স্থানীয় প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। এর উদ্যোগে গড়ে ওঠা টিউলিপ বাগান এখন বাণিজ্যিক ভাবে করা হচ্ছে, এতে করে টিউলিপ চাষিরা আগ্রহের সাথে টিউলিপ বাগান সম্প্রসারণ করছে। এবং চাষিরা এই বাগানের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করতে চান বলে আশা করেন।