নেপালে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করলেন বাংলাদেশী ইন্টার্ন শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৬:০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
নেপালে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করলেন বাংলাদেশী ইন্টার্ন শিক্ষার্থীরা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি, ২০২৪ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীবৃন্দ নেপালে ইন্টার্নিশিপে থাকাবস্থায় দিবসের প্রতি সম্মান জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশের বাইরে নিজ দেশের প্রতি তাদের এ সম্মান প্রদর্শন এক অনন্য দৃষ্টান্ত।
অনুষদের অরিজিনেটর গ্রুপের ইন্টার্ন শিক্ষার্থীবৃন্দের উদ্যেগে নেপালের চিতোয়ান জেলার ভারতপুর শহরের রামপুরে অবস্থিত এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির এনিম্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের সহযোগিতায় “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালিত হয়।। উক্ত সময় উপস্থিত ছিলেন শেকৃবি এনিম্যাল প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও ইন্টার্ণশীপ অরিজিনেটর গ্রুপের গ্রুপ গাইড অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নেপালের এগ্রিকালচারাল এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটির এনিম্যাল সায়েন্স, ভেটেরিনারি সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. হোম বাহাদুর বাসনেত এবং অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।
নেপাল ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের এডিটর ইন চিফ সুমন কৈরালাসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দও এতে অংশ নেয়। শিক্ষার্থীদের তৈরি প্রতিকী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।