নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন

- আপডেট সময় : ১০:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

এ.কে.আজাদ ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ “বঙ্গবন্ধু সরকারি কলেজ” এর নাম বদলে “নেকমরদ সরকারি কলেজ” নামকরণ করা হয়েছে। গত বুধবার (২৯ মে) শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেছেন নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন।
জানা গেছে, কলেজটি ১৯৭২ সালের ২১ জুন স্থাপিত হয়ে উপজেলার নেকমরদ ইউনিয়নের নেকমরদ বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠা করা হয়। গত ২০২৩ সালের ১৬ মার্চ তারিখে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটিকে সরকারি কলেজে রূপান্তর করা হয়।
বঙ্গবন্ধু সরকারি কলেজ বর্তমানে নেকমরদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মকবুল হোসেন এ প্রতিনিধিকে বলেন, নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি অনলাইনে পেয়েছি। কলেজের পুরোনো নামের সাইন বোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে নেকমরদ সরকারি কলেজের নামের সাইন বোর্ড তৈরির কাজ চলছে আগামীকালের মধ্যে লাগানো হবে। এখন থেকে কলেজটি নেকমরদ সরকারি কলেজ নামেই যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজলুবিন রহমান, এ প্রতিনিধিকে বলেন, নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি, নাম পরিবর্তনের কাজ চলছে। এখন থেকে নেকমরদ বঙ্গবন্ধু সরকারি কলেজের পরিবর্তে নেকমরদ সরকারি কলেজ নাম ব্যবহার করা হবে।