সংবাদ শিরোনাম :
নীলফামারী স্টেডিয়ামে আবারও ফিরতে পারে ফুটবল

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

সাকিল ইসলাম ,স্টাফ রিপোর্টার নীলফামারীঃ
নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম আবারও ফুটবল আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠতে পারে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্টেডিয়ামটি তাদের অনুকূলে বরাদ্দ নেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
নীলফামারী স্টেডিয়ামটি অতীতে বড় পরিসরে ফুটবল ম্যাচ আয়োজনের জন্য পরিচিত ছিল। স্থানীয় ও জাতীয় পর্যায়ে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নতুন করে স্টেডিয়ামটি বাফুফের আওতায় এলে দেশের ফুটবল উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় প্রশাসন ও বাফুফে কর্তৃপক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আরও আলোচনা চলবে। ফুটবল ফিরলে নীলফামারী স্টেডিয়াম আবারও দর্শকদের ভিড়ে মুখরিত হবে বলে আশা করা যাচ্ছে ।