নীলফামারীদের সন্ত্রাস ও চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ- নীলফামারীর উত্তরায় ইপিজেড এর ঝুট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের উপর চাঁদাবাজ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁদাবাজ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সংগলশী ইউনিয়ন বাসী।
এলাকাবাসীর আয়োজনে জেলা সদরের সংগলশী এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। জানা যায়, ভুক্তভোগী ঝুট ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে দীর্ঘদিন ধরে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে কতিপয় সন্ত্রাসী। এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি বিকেলে চাঁদা না পেয়ে জেলা সদরের ফুলতলা নামক স্থানে ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলা চালায় চাঁদাবাজ কতিপয় চাঁদাবাজ সন্ত্রাসীরা।
এ ঘটনায় ভুক্তভোগী ঝুট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১২ জনের নাম আসামির শ্রেণীভুক্ত ও আজ্ঞাত নামা আরো ১২ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এ একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর ৪২/২৫।