নীলফামারীতে ৬ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

- আপডেট সময় : ০৯:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ৫শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
বুধবার (১৫ জানুয়ারী) সকালে কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সরকারি কলেজ মাঠে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।এসময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওনসহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রজনতা উপস্থিত ছিলেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন বলেন, ”সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। এদিকে, মাঘের শুরুতে হাঁড় কাপানো শীতে কম্বল পেয়ে খুশি জেলার কিশোর উপজেলার ৫শতাধিক খেটে খাওয়া শীতার্ত মানুষেরা।