নীলফামারীতে ২৪’এর শহীদ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

- আপডেট সময় : ১০:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃজিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুর ও গোড়গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে ।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপহারসামগ্রী বিতরণের অনুষ্ঠানটিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো. মোস্তাহেদ হোসেন ফায়ার।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে স্বৈরাচার ও বৈষম্য দূর করতে যারা প্রাণ উৎসর্গ করেছেন, জাতি কখনো তাদের ভুলবে না। তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হিসেবে থাকবে। বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই দুর্নীতি ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।’
এই উদ্যোগের অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলার শহীদ মো. সাজ্জাদ হোসেন এবং নীলফামারী সদর উপজেলার গোড়গ্রামের শহীদ রুবেল ইসলামের পরিবারের হাতে উপহার তুলে দেওয়া হয়। গণঅভ্যুত্থানের শুরু থেকেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন এই দুই শহীদ।
এসময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, ‘আমাদের সন্তানরা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সরকার ও ভবিষ্যৎ নেতৃত্বকে কাজ করতে হবে।’