নীলফামারীতে ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীর গ্রেফতার: মাইক্রোবাস জব্দ

- আপডেট সময় : ০৫:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে

নাহীন, নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ১৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। এ ঘটনায় মাদক বহনকারী একটি মাইক্রোবাসকে জব্দ করা হয়েছে।
জলঢাকা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশের বিশেষ অভিযানে জলঢাকা পৌরসভাধীন বঙ্গবন্ধু চত্বর হতে অনুমান ৭৫ গজ দক্ষিণে ঢাকা হাজী বিরিয়ানি হাউজের সামনে থেকে একটি সাদা রংয়ের নোয়া মাইক্রোবাসের ভেতরে বিশেষ কায়দায় কালো ব্যাগের মধ্যে প্লাস্টিক দ্বারা মোড়ানো ১কেজি করে মোট ১৭ টি টোপলায় ১৭ কেজি গাঁজা মাইক্রোবাসে বহন করার সময় হাতেনাতে গ্রেফতার করে জলঢাকা থানা পুলিশ৷
গ্রেফতারকৃতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাসকারি গ্রামের মোহাম্মদ আমিনুল ইসলামের ছেলে হুমায়ূন আহমেদ(৩৮) ও তার স্ত্রী আনিকা আক্তার(২৫)৷ বর্তমানে সদর উপজেলার উত্তর হাড়োয়া গ্রামে বসবাস করছিলেন৷
জানতে চাইলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার বলেন, “গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে৷ এসময় তাদের কাছ থেকে ১৭টি টোপলায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এর অনুমানিক মুল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে”।