নীলফামারীতে হোপ কমিউনিটি চার্চের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ।

- আপডেট সময় : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

সাকিল ইসলাম,স্টাফ রিপোর্টার নীলফামারী:নীলফামারী সদর ১৫নং লক্ষীচাপ ইউনিয়ন বসুনিয়া পাড়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন হোপ কমিউনিটি চার্চ।আজ ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় হোপ কমিউনিটি চার্চ অফিসে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,মো: দুলাল হোসেইন বিশিষ্ট সমাজ সেবক ও সহকারী শিক্ষক বর্ণমালা শিশুবিদ্যা নিকেতন।জনাব,মো: দেলোয়ার হোসেন বিশিষ্ট সমাজ সেবক ও পল্লী প্রাণী চিকিৎসক। আরও উপস্থিত ছিলেন, অত্র চার্চের পালক: মি: মন্তোষ রায়।স্বেচ্ছাসেবক নিউটন রায়,জয়তীন রায়। BMW এর প্রতিনিধি জ্যাকসন রায়,(সরল) প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব,মো: দুলাল হোসেইন বিশিষ্ট সমাজ সেবক ও সহকারী শিক্ষক বর্ণমালা শিশুবিদ্যা নিকেতন তিনি বলেন, দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন হোপ কমিউনিটি চার্চ তাদের এই মহৎ উদ্যেগ কে আমি স্বাগত জানাই। নীলফামারীতে শীতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত।এই শীতবস্ত্র বিতরণের ফলে সাধারণ হতদরিদ্র মানুষের শীত নিবারনে একটু হলেও সাহায্য করবে।