নীলফামারীতে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সম্মেলন

- আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

জিএম জনি, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪ জানুয়ারী) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, নীলফামারী জেলা শাখার আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী সমবায় দলের নীলফামারী জেলা শাখার আহবায়ক মাহমুদুল হক প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সভাপতি, অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নীলফামারী জেলা সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি)র নীলফামারী জেলা সাধারণ সম্পাদক, জহুরুল আলম, জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সহ-সভাপতি, মল্লিক মো. মোকাম্মেল কবির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী সমবায় দলের নীলফামারী জেলা শাখার সদস্য সচিব মো. নুরুন্নবী দুলু।
এর আগে, সমবায় শক্তি, সমবায় মুক্তি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়বাদী সমবায় দলসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।