নীলফামারীতে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক -শিক্ষার্থীদের মানববন্ধন

- আপডেট সময় : ০৭:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: বৃত্তি পরীক্ষায় বঞ্চিত হওয়ায় মানববন্ধন করেছে কিন্ডার গার্টেন ও বেসরকারি স্কুলের শিক্ষক -শিক্ষার্থীরা।
বুধবার(৩০ জুলাই) সকালে জেলা শহরের ডিসি চত্বরে নীলফামারী জেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবারের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি দেন তাঁরা।
নীলফামারী জেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবারের সমন্বয়কারী ও জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মো. আনারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন
নীলফামারী জেলা কিন্ডারগার্টেন শিক্ষা পরিবারের সমন্বয়কারী ও ইউনাইটেড কিন্ডার গার্টেন স্কুলের সভাপতি মো. গোলাম মোস্তফা, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টা ও নীলফামারী জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বাবু সুবাস রায়, সাংগঠনিক সম্পাদক মো. ময়নুল ইসলাম, সংগঠনটির সহ-সভাপতি ও আইডিয়া মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি জারিকৃত শিক্ষা অধিদপ্তরের একটি প্রজ্ঞাপন অনুযায়ী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে নীলফামারীর কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় লক্ষাদিক শিক্ষার্থী।
“২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেলে সাফল্যের সাথে উত্তীর্ণ হবেন বলেও মনে করেন তাঁরা”
মানববন্ধনে ২০২২ এ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্টেন ও বেসরকারী স্কুল গুলো অংশগ্রহণ করে ব্যাপক সাফল্যের কথা ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা।