নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিচালনায় স্কুলের গুনগত মান উন্নয়নে সেবাদাতার ও সেবাগ্রহীতার মধ্যে স্কুলের গুনগত মানোন্নয়নে অংশগ্রহণমুলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন, নীলফামারী এপি এর আয়োজনে জেলা সদরের টুপামারী ইউনিয়নের আফাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি’র প্রোগ্রাম অফিসার প্রশান্ত বাস্কে এর সঞ্চালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার, মছিজুল আলম মন্ডল।, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুপামারী ইউনিয়ন চেয়ারম্যান মুছিরত আলী শাহ ফকির, আফাজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোসনা বানুসহ স্থানীয় ইউনপি সদস্য ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধি, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য শিশু ও যুব ফোরম এবং ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার স্তিফান নাথসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা।