নীলডুমুর ব্যাটালিয়নের অধিনস্থ ছুটিপুর নতুন বিওপির উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি:-
উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ দেবহাটার সীমান্তবর্তী নাঙলা এলাকায় ছুটিপুর এলাকায় বিওপি উদ্বোধন করা হয়েছে। রবিবার ১ জুন সকাল ১১ টায় নীলডুমুর ১৭ ব্যাটেলিয়ান এর ব্যবস্থাপনায় নমনির্বিত ছুটিপুর বিওপি উদ্বোধন উপলক্ষে রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ সীমান্ত ছুটিপুর বিওপি বিএ-৪৫৫২ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, যশোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ নবনির্মিত ছুটিপুর বিওপি শুভ উদ্বোধন ও পরিদর্শন করেন। বিওপি উদ্বোধনের সময় বিএ-৬৩৬০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি, আর্টিলারী, ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, খুলনা, বিএ-৫৮৯০ লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিএসপি, পিএসসি, আর্টিলারী, পরিচালক (অপারেশন), রিজিয়ন সদর দপ্তর, যশোর। বিএ-৬৯০৮ লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্, অধিনায়ক, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি), বিএ-৬১৪২ মেজর মোঃ আমিনুর রহমান, জি+, আর্টিলারী, ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার, এফআইজি, যশোর, পি নং-২১২২ লেঃ কমান্ডার সৈয়দ আব্দুর রউফ, (ট্যাজ), বিসিজিএম, পিসিজিএম, বিএন, অধিনায়ক, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, বিএসএস- ১০২৪৮৩ মেজর সুস্মিত শোভন দাস, এএমসি, মেডিকেল অফিসার, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এবং নীলডুমুর ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্য ও বিজিবি কর্তৃক আমন্ত্রিত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছুটিপুর বিওপি উদ্বোধন শেষে বিওপিতে দুস্থ অস্বচ্ছল স্থানীয় রোগীদের জন্য চলমান ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও দুস্থ জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচী পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে দেশের কল্যাণে বিওপি ও বিজিবির কর্মকান্ড তুলে ধরেণ সীমান্ত এলাকায় সুরক্ষিত ও উত্তেজনা নিরসনে কাজ করবে বিশেষ করে ভারত থেকে পুশিং না করে দু’দেশের আলোচনা সাপেক্ষে করা উচিত বলে মনে করেন। এবং মতবিনিময় করেন। সবশেষে উদ্বোধনকৃত ভবনে প্রীতিভোজের আয়োজন করা হয়।