নির্বাহী কর্মকর্তা মিলন সাহাকে ফুলের শুভেচ্ছা জানালেন মানবিক সংগঠন
- আপডেট সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

জোবায়ের বিন আব্বাস,দেবহাটা উপজেলা প্রতিনিধি: দেবহাটা উপজেলার নবাগত
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আমাদের টিম মানবিক সংগঠনের সদস্যরা। ৮ই অক্টোবর বুধবার দুপুর ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন আমাদের টিমের নির্বাহীপ্রধান মনিরুল ইসলাম, উপ-পরিচালক রেজাউল ইসলাম, উপ-পরিচালক প্রসেনজিৎ সরকার, উপ-পরিচালক এস.এম ইমরান, সহকারী পরিচালক আল আমিন হোসেন, সদস্য ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে। এসময় স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন টিমের সদস্যরা। একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার। উল্লেখ্য যে, আমাদের টিম মানবিক সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সচেতন করা, জলাবদ্ধতা নিরাসন,। বৃক্ষরোপন,মানবতার কল্যাণ সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।




















