নিরাপদ পানি পরিবহনের জন্য ভ্যান বিতরণ

- আপডেট সময় : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা।।
সাতক্ষীরায় উত্তরণ ও সেভ দ্য চিলড্রেন এর মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি,ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়ন ও আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৫ টি ওয়াটার পয়েন্টে মটর চালিত ভ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ শে ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে ব্রহ্মরাজপুর ওয়াটার পয়েন্টে বে-সরকারি সংস্থা ‘উত্তরণ’ ও সেভ দ্য চিলড্রেনর সহযোগিতায় পানি পরিবহনের জন্য বিনামূ্ল্যে মটর চালিত ভ্যান বিতরণ করা হয়।
এসময় সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি আবু বকর সিদ্দিকী, বলেন ভ্যান গুলো শুধু মাত্র পানি পরিবহন কাজে নিয়জিত থাকবে। যাতে দূরের, ও পার্শ্ববর্তী এলাকায় মানুষ নিরাপদ পানি খেতে পারে।
এই সময় উপস্থিত ছিলেন, সভাপতি রজব আলী, সোমনাথ, স্বপ্না, ঘোষাল, মিনতী সাহা, গোপাল খাহা, রঞ্জিন ইসলাম, এছাড়াও সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি আবু বকর সিদ্দিকী, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আলী, প্রজেক্ট অফিসার আবু তাহের, এস, এম চাতক, ফিল্ড অর্গানাইজার ফারহানা দিবা, আব্দুল্লাহ হিল বাকী প্রমুখ.