নিখোঁজ যুবকের গলাকাটা মরদেহ মিলল ধানখেতে
- আপডেট সময় : ১১:১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আব্দুল আউয়াল হোসেন (২৩) নামের এক নিখোঁজ যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌকিদারের ঘাট এলাকা থেকে এ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আউয়াল হোসেন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আউয়াল হোসেন বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার পর বাড়ি থেকে তার দোকানের উদ্দেশ্যে বের হন। এরপর রাতে বাড়িতে ফিরে আসেননি। রাত থেকেই তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে বৃহস্পতিবার সকালের দিকে চৌকিদারের ঘাট এলাকার একটি ধানেখতে আউয়াল হোসেনের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, আউয়াল নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




















