নদীতে ভেসে উঠলো দুই দিন পরে নিখোঁজ যুবকের লাশ
- আপডেট সময় : ০৭:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদী উপজেলায় শশুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জামাতা সাগর আহমেদ (২৮) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধায় বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদীর টরকীর চর সংলগ্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন।নিহত যুবক সাগর আহমেদ কলাপাড়া উপজেলার চেকারিয়া গ্রামের ওবায়দুল মৃধার ছেলে। সে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামের জুয়েল রাঢ়ীর মেয়ে জামাতা।স্থানীয়রা জানান, শনিবার দুপুরে টরকীর চর সংলগ্ন পালরদী নদীতে নয় বছরের শ্যালিকাকে নিয়ে গোসল করতে আসেন সাগর। পরবর্তীতে নদীতে নেমে সাতার না জানায় ডুবে যায় সাগর।পরে স্থানীয় লোকজন তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন।কালকিনি ও গৌরনদী ফায়ার সার্ভিস টিম মিলে চেষ্টা করেও সাগরের সন্ধান পাইনি। তবে চেষ্টা অব্যহত ছিলো।
কিন্তু তারা নদীতে অনেক খোঁজাখুজি করেও শনিবার থেকে গতকাল রবিবার বিকেল পর্যন্ত সাগরের কোন সন্ধান পাননি।গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, রোববার সন্ধায় নিখোঁজ যুবকের মরদেহ নদীতে ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেন।