নারায়ণগঞ্জে নির্যাতনের শিকার নাসরিনের সুস্থ বিচারের দাবি

- আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম রাসেল, স্টাফ রিপোর্টার, নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মধুখালী গ্রামের নুরু ফকিরের ছেলে রিপন মিয়ার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে।
জনসূত্রে জানা যায়, তিন বছর আগে রিপন মিয়ার সাথে পারিবারিকভাবে বিবাহ হয় রূপগঞ্জের আক্কাস আলী মিয়ার একমাত্র মেয়ে নাসরিন আক্তারের। বিয়ের দুই মাস পর রিপন প্রবাসে চলে গেলে নাসরিন শ্বশুরবাড়িতেই অবস্থান করছিলেন। এরপর থেকেই তার উপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগ রয়েছে, রিপন বিদেশ থেকে মায়ের ও বোনের মাধ্যমে স্ত্রীকে হয়রানি করতেন, যাতে নাসরিন স্বেচ্ছায় বাপের বাড়ি ফিরে যায়। কিন্তু নাসরিন কষ্ট সহ্য করেও শ্বশুরবাড়িতেই ছিলেন।
এমনকি শ্বাশুড়ির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি পরপুরুষকে বাড়িতে প্রবেশ করিয়ে নাসরিনকে অসম্মানজনক পরিস্থিতিতে ফেলতেন। তবুও নাসরিন স্বামীকে ডিভোর্স দেননি কিংবা স্বেচ্ছায় চলে যাননি।
পরবর্তীতে রিপন দেশে ফিরে এসে নাসরিনকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেন এবং কাউকে কিছু না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনায় নাসরিন হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিজম অর্গানাইজেশনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
তবে অভিযোগ দাখিলের পরও রিপন কোনো কর্ণপাত করেননি। উল্টো তিনি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে নাসরিনের পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছে। তারা গরিব হওয়ায় বারবার আইনের পিছনে ঘুরে হতাশ হয়ে পড়েছেন।
নাসরিন ও তার পরিবার দ্রুত রিপন মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুস্থ বিচারের দাবি জানিয়েছেন।