নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার আপন দেবর আনোয়ার হোসেনের একের পর এক তথ্য ফাঁস

- আপডেট সময় : ০৩:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার আপন দেবর আনোয়ার হোসেন এখনো রূপগঞ্জের ইছাপুর এলাকায় আধিপত্য প্রভাব বিস্তার করে অনায়াসে জীবন যাপন করিতেছে।
এলাকা বাসি জানায় বিগত সতেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সকল অপকর্মের সাথে পরোক্ষপথে প্রচারিত ছিলেন এই আনোয়ার।
বিভিন্ন নির্বাচনের সময় এই আনোয়ার হোসেন জনগণকে ভুল বুঝিয়ে হাজার হাজার টাকা দিয়ে ভোট কেনা জেনো তার দায়িত্ব ছিল।
সে ইছাপুরা বাজারের প্রতিটি দোকান থেকে বড় অঙ্কের চাঁদা উত্তোলন করতো,প্রতিদিনের রুটিন মোতাবেক শুক্রবার সোমবার এই চাঁদার উত্তোলন করে তার ভাবি নীলার একাউন্টে রাখত।
শুধু তাই নয় হিন্দুদের জায়গা জোরজবস্তি করে দখল করেছে বলে জানা গেছে।
এছাড়াও বাজারে এক আলিশান বাড়ি তৈরি করেছেন এই আনোয়ার হোসেন।
ব্যাংকের হিসাব জব্দের বিষয় প্রশ্ন উঠেছে।
বর্তমান সময়ে ডেভিল হান্টের তালিকা থেকে কিভাবে বাদ যায় তার নাম সেটা প্রশাসনের কাছে প্রশ্ন এলাকা বাসির, অতি দ্রুত তার হিসাব জব্দ এবং তার বাড়ি তল্লাশি সহ তার সকল অ্যাকাউন্ট বন্ধের দাবিতে জরুরিভাবে তলপ করা দরকার বলে দাবি করেন সাধারণ জনগন।