নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছনী জেলে পাড়ার প্যারালাইসিস আক্রান্ত বধুমালার মানবেতর জীবন যাপন

- আপডেট সময় : ০৩:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

রিয়াজ মিয়া
ক্রাইম রিপোর্টার
ছনী জেলে পাড়ার এই বৃদ্ধ মহিলাটি দীর্ঘদিন যাবত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিছানায় সজ্জিত,, তার চিকিৎসার খরচ বহন করার মত তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না,, স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে বধুমালা প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার পর কোন রকম সরকারি সাহায্য সহযোগিতা পায়নি,, তার পরিবারের আমাদেরকে জানিয়েছেন, তার ছেলে মেয়েরা সাহায্য সহযোগিতা করে আসছে কিন্তু তারাও এখন নিরুপায় ,, তাদের সংসারে কোন কাজকর্ম নেই তাদের ছেলে মেয়েদের ভরণ পোষণ স্কুলের খরচ বহন করতে প্রতিনিয়ত হিমশীম খেতে হচ্ছে,, তারা আমাদেরকে আরো জানান যে সমাজের সহৃদয়বান ব্যক্তিরা যদি এই বধুমালার চিকিৎসায় এগিয়ে আসেন তাহলে তারা চির কৃতজ্ঞ থাকবেন। যদি কেউ এই রোগে আক্রান্ত বৃদ্ধ মহিলাকে সহযোগিতা করতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন ০১৯৬৪৪১৩৭৭০।।