নাগেশ্বরী উপজেলা নির্বাচনের কহন

- আপডেট সময় : ১০:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
উপজেলা কে প্রশাসনিক ব্যাবস্থার কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলার লখ্যে ১৯৮২ সালের ৭ নভেম্বর উপজেলা পরিষদ অধ্যাদেশ জারি করা হয়।সরকার পরিবর্তন হলে ১৯৯১ সলে এই অধ্যাদেশ বাতিল করা হয় পরে ১৯৯৮ সালে আবার উপজেলা অধ্যাদেশ জারি করা হয় এবং ২০০৯ সালে উপজেলা আইন পাশ করা হয়।বর্তমানে বাংলাদেশে ৪৯৫ টি উপজেলা রয়েছে।
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ২৯ মে ২০২৪ ইং তারিখে নাগেশ্বরী উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।সেই লখ্যে পোস্টার,ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে গোটা উপজেলা। বাজারে,চায়ের- দোকানে বিভিন্ন আড্ডায় চলছে নির্বাচনী আলাপ- চারিতা।অনেকে করছে চুল ছেরা বিশ্লেষণ,কি করলে কি হবে,কার কি করা উচিত বা উচিত নয় ইত্যাদি।ভোটার ও সমর্থকগন অত্যন্ত আনন্দিত যে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে এই ভেবে।প্রার্থীরা জনগণের সমর্থনের আশায় উঠান বৈঠক, পথ সভা এবং বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছে,দিচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি।
এবার উপজেলা চেয়ারম্যান পদে লরছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নাগেশ্বরী উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান(মোটর সাইকেল প্রতিকে), সন্তোষপুর ইউনিয়নের চার বারের চেয়ারম্যান ও রায়গঞ্জ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক লিয়াকত আলী লাকু(ঘোড়া প্রতিকে),রায়গঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাবেক সাব- রেজিস্টার শহিদুল ইসলাম মুকুল ( আনারস প্রতিকে),এম মহিদুল হক খোকন (কাপ পিরিচ প্রতিকে),রায়গঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার ও নাগেশ্বরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু(হেলিকাপ্টার প্রতিকে),মহিলা ভাইস চেয়ারম্যানে লরছেন আমিনা বেগম অনন্যা (কলস প্রতিকে),মিনারা খাতুন ( সেলাই মেশিন প্রতিকে),ফেরদৌসী খাতুন (ফুটবল প্রতিকে),কুড়িগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য লাভলী বেগম (হাস প্রতিকে),পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লরছেন প্রভাষক রবিউল ইসলাম রুবেল( বই প্রতিকে),তপন দাশ প্রদিপ(উড়োজাহাজ প্রতিকে), বেরুবারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব ( চশমা প্রতিকে),মানিক মিয়া ( তালা প্রতিকে),মেহেদি হাসান ( টিউবওয়েল প্রতিকে)।