নলতায় চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে হাজিপুর ফুটবল একাদশ জয়ী
- আপডেট সময় : ০৮:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়,প্রতিনিধি:-
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় নলতা ফুটবল মাঠে লক্ষ টাকার চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় হাজীপুর ফুটবল একাদশ ও বাগরা যশোর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় খেলায় হাজিপুর ফুটবল একাদশ ৩ ও বাগড়া ফুটবল একাদশ ০১ খেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-বিএনপি নেতা আজিজুর রহমান ও বিশেষ অতিথি পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ।খেলার টি পরিচালনা করছেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারী সৈয়দ মোমিনুর রহমান ও মিজানুর রহমান, চতুর্থ তাপস সরকার। ম্যাচ কমিশনার সুকুমার দাশ বাচ্চু ।খেলাটি ধারা বর্ণনায় আছেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন , সিরাজুল ইসলাম ওএম আর মোস্তাক। মিডিয়া ও কো-অর্ডিনেটর আবুল কালাম বিন আকবার, খেলায় আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার হাজিপুর ফুটবল একাদশ ৩- ০ গোলে যশোর বাগড়া ফুটবল দলকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।