নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৪:২০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউপির কড়ইবাড়ি ব্রীজ সংলগ্ন স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় বাশারুক গ্রামের জিদান (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (০২-০৪-২৪) সন্ধ্যায় মোটর সাইকেল যোগে তার বন্ধু বাঙ্গরা গ্রামের রায়হানকে (১৭) নিয়ে বাশারুক গ্রামে যাবার পথে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজ সংলগ্ন একটি গাছের সাথে ধাক্কা লাগে। চলন্ত অবস্থায় মোটর সাইকেলটির গতি অনেক বেশি ছিল।
দুর্ঘটনায় আহত জিদান ও রায়হানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে জিদানকে কর্তব্যরত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন ও রায়হানকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
জানা যায়, তিনি লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।


























