নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সিরাত পাঠ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৯:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:-
প্রথমবারের মতন নজরুল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ❝সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪❞
উক্ত আয়োজনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী। শিক্ষার্থীদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনির উপর ৩৫ নাম্বারের এমসিকিউ পরিক্ষা নেয়া হয়।
অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান ইসলামের শিক্ষা নিয়ে আলোচনার মাধ্যমে পরিক্ষাপর্বের উদ্ভোদন ঘোষনা করেন।
দ্বিতীয় পর্বে উপস্থিত থাকেন সহকারী রেজিস্ট্রার জনাব মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সঞ্জয় কুমার মুখার্জি, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি, লোক প্রশাসন ও পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ এবং অন্যান্য ডিপার্টমেন্ট এর সম্মানিত শিক্ষকগণ। সকলেই তাদের বক্তব্যে রমজানের পবিত্রতা এবং প্রিয়নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনাদর্শ নিয়ে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এরকম উদ্যোগের সফলতা কামনা করেন এবং পরবর্তী যেকোন আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
আয়োজক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সিরাত পাঠ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি যেটি আমাদের আয়োজকদের জন্য আশাজাগানিয়া। আমরা আশা করি আগামীদিনেও আমরা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ভালো কাজ করতে পারবো
অনুষ্ঠানের শেষের অংশে বিজয়ীদের(ছেলে মেয়ে পৃথকভাবে) পবিত্র আল কোরান এবং ইসলামিক গ্রন্থ পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।