দৌলতপুরে রোটারি ক্লাবের উদ্যোগে চরবাসীর জন্য ফ্রি স্বাস্থ্য সেবা, চারা রোপন, মুক্তিযোদ্ধাকে সম্মাননা

- আপডেট সময় : ০৫:০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

দৌলতপুরে রোটারি ক্লাবের উদ্যোগে চরবাসীর জন্য ফ্রি স্বাস্থ্য সেবা, চারা রোপন, মুক্তিযোদ্ধাকে সম্মাননা
মানিকগঞ্জ জেলায় দৌলতপুর উপজেলা রোটারি ক্লাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
১লা মার্চ( শুক্রবার)দৌলতপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ কামরুজ্জামান নাঈমের সার্বিক সহযোগিতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোটারি ক্লাব এর উদ্যোগে বাগুটিয়া বি কে উচ্চ বিদ্যালয় ক্যাম্প করে চরবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। আটটি রোগের ২০ জনের একটি টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূলের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
চরবাসী মনে করে মানিকগঞ্জে ১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদের পৃষ্ঠপোষকতায় মোঃ কামরুজ্জামান নাঈম এর সার্বিক সহযোগিতায় আমরা সুফল পেতে শুরু করেছি।
স্বাস্থ্যসেবা গ্রহণকারী মুরাদ হাসান জানান আমাদের চরবাসীর প্রাণের নেতা সালাউদ্দিন মাহমুদ জাহিদ আমাদের যে সকল সুযোগ সুবিধা দিচ্ছে আমরা চরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
রোটারি ক্লাবের টিমটি স্বাস্থ্যসেবার পাশাপাশি নারিকেল গাছের চারার ওপর রোপন, বিনামূল্যে কবুতর বিতরণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান নাঈম বলেন আমার ভাই সালাউদ্দিন মাহমুদ জাহিদ এবং আমি কামরুজ্জামান নাঈম এই চরবাসীর জন্য কাজ করে জীবন দিতে চাই, যেকোনো উন্নয়নের চরবাসীর জন্য অব্যাহত থাকবে।