দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০২:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রেসক্লাবের সহযোগিতায় এবং দৈনিক আমার দেশ পাঠক মেলার আয়োজন জেলা প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মী সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক আমার দেশ এর বকশীগঞ্জ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহীর সঞ্চালনায়
মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে শিল্পপতি মোস্তফা কামাল আবারও স্বাধীন সাংবাদিকতার কন্ঠ রোধ করতে চায়। সত্য প্রকাশে হুমকি দিতেই ও দুর্নীতির তথ্য প্রকাশ করায় ওই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তাই দায়েরকৃত মামলা প্রত্যাহার সহ মানববন্ধন থেকে মামলাবাজ মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।