ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ৬ বছরেরও উদ্বোধন হয়নি মডেল মসজিদ মনিরামপুরে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইফতেখার সেলিম অগ্নি — জনগণের আস্থার প্রতীক তৃণমূলে উদ্বেগ উৎকণ্ঠা ঝিনাইদহ-২ আসন শরীকদের ছেড়ে দিলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি কাঠালিয়ায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় গোলাম আজম সৈকত নীলফামারীর ৪টি আসনের মধ্যে ২টিতে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা রংপুরের গঙ্গাচড়ায় 18 মাস বয়সের শিশুকন্যা আনহা বলাৎকারের শিকার সোনাগাজীর মুন্সি খুরশিদ আলম বালিকা বিদ্যালয়ের পরিচালনা ও উপদেষ্টা পরিষদ গঠিত এনামুল হক এনাম সভাপতি ফেনীতে বিএনপি’র তিন আসনের প্রার্থী ঘোষণা আজ যশোর উন্নয়নের কারিগর তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী চট্টগ্রামে বিএনপি’র ১০ প্রার্থী ঘোষণা কোন্দল শংকায় ৬টি বাকি: মহাসড়ক অবরোধ

দেশীয় মাছ ও পাখির অভয়াশ্রম প্রভাবশালীদের দ্বারা ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে



‎গোলাম রববানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-প্রাকৃতিক-বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে,এই বিলের দেশীয় মাছ ও নানান প্রজাতির পাখি যদি হারিয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে । এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা হচ্ছে কিভাবে এই বিশাল প্রাকৃতিক বৈচিত্র্য ধরে রাখা যায়। এই ডাঙ্গীপাড়া বিলকে দ্রুত নানান প্রজাতির মাছ ও পাখির আবাসস্থলকে অভায়শ্রম করার একান্ত প্রয়োজন ।
‎প্রাচীন কাল থেকে দেশীয় মাছের নিরাপদ আশ্রয়স্থল ছিলো, হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া বিল। দাগ নং ১৪০৮, পরিমান ৬,৬২ শতক ও দাগ নং ১০২৪ পরিমাণ- ১৬.০৫ শতক।
‎ এরশাদ সরকারের আমলে ১০২৪ দাগে পুকুর খনন করে, মাছ চাষের উপযোগী করে। পরবর্তীতে গ্রামীণ ব্যাংককে দশ বছরের জন্য লিজ প্রদান করে।লিজ থাকাকালীন সময়ে পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে, তৎকালীন ক্ষমতাশীল দলের প্রভাবশালী নেতা পৈতৃক সম্পত্তি দাবি করে জলাশয়টি করে দখলে নেয়।অপর দাগ নং ১৪০৮ এ এরশাদ সরকারের আমলে একটি কুচক্রী মহল জমি আকার পরিবর্তন করে,ভূয়া কবুলিয়ত দেখিয়ে ডাঙ্গীপাড়া বিল দখলে নেয়। অতীতে বিলে অসংখ্য জলজ উদ্ভিদ, নানান প্রজাতির পাখি বাস করত, যেমন,বালি হাঁস, ডাহুক, শাড়লি,শামখোল,ফুলোহর,মদনটাক, বক,কাক,পানকৌড়ি, পেচা,কাগ ইত্যাদি । এই জীববৈচিত্র্য আজ বিলুপ্তির পথে।এখনো ১০২৪ দাগে ১৬.৫ একর জলাশয়ে হাজার হাজার বালিহাঁস, বক,সহ নানান প্রজাতির পাখির বাস, উক্ত জলাশয়ে দিনের বেলায় পাখির কলতানে মুখরিত থাকে। অপর ১৪০৮ দাগের জমির আকার পরিবর্তন করে ব্যক্তিগত পুকুর করায় দেশীয় মাছের প্রজনন স্থান ধ্বংস হয়ে গেছে। এমতাবস্থায় এলাকাবাসীর দাবি জানিয়েছেন, বাপ-দাদার আমলে থেকে দেখে আসার বিলের প্রাকৃতিক জীব-বৈচিত্র্য ধ্বংসের পথে। যদি পক্ষান্তরে যে সব ব্যক্তি সরকারের সম্পত্তির ভূয়া কবুলিয়ত দেখিয়ে আকার পরিবর্তন করে ব্যক্তিগত পুকুর খনন করে দেশীয় মাছ চাষের স্থান ধ্বংস করেছে। সরকারি সম্পত্তির কবুলিয়ত নীতিমালা স্পষ্ট লংঘন, খাল,বিল, নালা, সরকারি সম্পত্তির দূর্নীতি করে কবুলিয়ত নিয়েছেন।
‎এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হরিপুর-কালিগঞ্জ ব্রীজের নীচে ও আশপাশের মাছের আশ্রয়স্থলসহ হরিপুর উপজেলার বিভিন্ন স্থানের মাছের অভয়াশ্রম। আরও দেখা যাচ্ছে যে মাছের অভয়াশ্রমের সম্পূর্ণ পানি সেচের মাধ্যমেও ধ্বংস করছেন পরবর্তী প্রজন্মের।
‎ এলাকাবাসির জানান যেহেতু খাল, বিল, নদী-নোনা,কবুলিয়ত দেওয়ার বিধান নেই। সেহেতু কর্তৃপক্ষের নিকট দাবি ভূয়া কবুলিয়ত বাতিল করে পাখির অভায়শ্রম ও দেশীয় মাছের নিরাপদ আশ্রয় স্থল করা হোক। ইতিমধ্যে এলাকায় অভয়াশ্রম করণের জোরালো ভাবে দাবি উঠেছে।


নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

দেশীয় মাছ ও পাখির অভয়াশ্রম প্রভাবশালীদের দ্বারা ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ১০:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫



‎গোলাম রববানী,হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ-প্রাকৃতিক-বৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে,এই বিলের দেশীয় মাছ ও নানান প্রজাতির পাখি যদি হারিয়ে যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে । এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা হচ্ছে কিভাবে এই বিশাল প্রাকৃতিক বৈচিত্র্য ধরে রাখা যায়। এই ডাঙ্গীপাড়া বিলকে দ্রুত নানান প্রজাতির মাছ ও পাখির আবাসস্থলকে অভায়শ্রম করার একান্ত প্রয়োজন ।
‎প্রাচীন কাল থেকে দেশীয় মাছের নিরাপদ আশ্রয়স্থল ছিলো, হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া বিল। দাগ নং ১৪০৮, পরিমান ৬,৬২ শতক ও দাগ নং ১০২৪ পরিমাণ- ১৬.০৫ শতক।
‎ এরশাদ সরকারের আমলে ১০২৪ দাগে পুকুর খনন করে, মাছ চাষের উপযোগী করে। পরবর্তীতে গ্রামীণ ব্যাংককে দশ বছরের জন্য লিজ প্রদান করে।লিজ থাকাকালীন সময়ে পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে, তৎকালীন ক্ষমতাশীল দলের প্রভাবশালী নেতা পৈতৃক সম্পত্তি দাবি করে জলাশয়টি করে দখলে নেয়।অপর দাগ নং ১৪০৮ এ এরশাদ সরকারের আমলে একটি কুচক্রী মহল জমি আকার পরিবর্তন করে,ভূয়া কবুলিয়ত দেখিয়ে ডাঙ্গীপাড়া বিল দখলে নেয়। অতীতে বিলে অসংখ্য জলজ উদ্ভিদ, নানান প্রজাতির পাখি বাস করত, যেমন,বালি হাঁস, ডাহুক, শাড়লি,শামখোল,ফুলোহর,মদনটাক, বক,কাক,পানকৌড়ি, পেচা,কাগ ইত্যাদি । এই জীববৈচিত্র্য আজ বিলুপ্তির পথে।এখনো ১০২৪ দাগে ১৬.৫ একর জলাশয়ে হাজার হাজার বালিহাঁস, বক,সহ নানান প্রজাতির পাখির বাস, উক্ত জলাশয়ে দিনের বেলায় পাখির কলতানে মুখরিত থাকে। অপর ১৪০৮ দাগের জমির আকার পরিবর্তন করে ব্যক্তিগত পুকুর করায় দেশীয় মাছের প্রজনন স্থান ধ্বংস হয়ে গেছে। এমতাবস্থায় এলাকাবাসীর দাবি জানিয়েছেন, বাপ-দাদার আমলে থেকে দেখে আসার বিলের প্রাকৃতিক জীব-বৈচিত্র্য ধ্বংসের পথে। যদি পক্ষান্তরে যে সব ব্যক্তি সরকারের সম্পত্তির ভূয়া কবুলিয়ত দেখিয়ে আকার পরিবর্তন করে ব্যক্তিগত পুকুর খনন করে দেশীয় মাছ চাষের স্থান ধ্বংস করেছে। সরকারি সম্পত্তির কবুলিয়ত নীতিমালা স্পষ্ট লংঘন, খাল,বিল, নালা, সরকারি সম্পত্তির দূর্নীতি করে কবুলিয়ত নিয়েছেন।
‎এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে হরিপুর-কালিগঞ্জ ব্রীজের নীচে ও আশপাশের মাছের আশ্রয়স্থলসহ হরিপুর উপজেলার বিভিন্ন স্থানের মাছের অভয়াশ্রম। আরও দেখা যাচ্ছে যে মাছের অভয়াশ্রমের সম্পূর্ণ পানি সেচের মাধ্যমেও ধ্বংস করছেন পরবর্তী প্রজন্মের।
‎ এলাকাবাসির জানান যেহেতু খাল, বিল, নদী-নোনা,কবুলিয়ত দেওয়ার বিধান নেই। সেহেতু কর্তৃপক্ষের নিকট দাবি ভূয়া কবুলিয়ত বাতিল করে পাখির অভায়শ্রম ও দেশীয় মাছের নিরাপদ আশ্রয় স্থল করা হোক। ইতিমধ্যে এলাকায় অভয়াশ্রম করণের জোরালো ভাবে দাবি উঠেছে।