দেবহাটা উৎসবমুখর পরিবেশে চলছে সরস্বতী পূজা

- আপডেট সময় : ০৫:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিনঃ- দেবহাটায় উপজেলায় হিন্দুধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। সোমবারের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বিশেষ পূজার আয়োজন করেছেন। এ বছরের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে, যা শেষ হবে সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে। পূজায় মণ্ডপগুলোতে শুরু হচ্ছে অর্চনা। দেবহাটার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। প্রতিবছর এই পূজা একটি বর্ণিল উৎসবে পরিণত হয়। এবছরও সখিপুর সরকারি কলেজে সহ বিভিন্ন শিক্ষার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে পূজাকে ঘিরে বিশেষ আয়োজন করেছে। প্রতিবারের মতো এবারও উপজেলার সবখানে শিক্ষার্থীরা তৈরি করেছেন দৃষ্টিনন্দন প্রতিমা, যা দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।