সংবাদ শিরোনাম :
দেবহাটায় হরমোন মিশ্রিত ৫০ ক্যারেট হিমসাগর আম জনসম্মুখে বিনষ্ট করেন প্রশাসন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

জি এম আব্বাসউদ্দীন জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ- দেবহাটায় অপরিপক্ক হিমসাগর আমে রাইসিং জাতীয় হরমোন মিশ্রিত করে পাঁকিয়ে এবং অতিরিক্ত গরমে আম পচনশীল রোধে ফরমালিন মিশ্রিত করে রাজধানী সহ বিভিন্ন প্রান্তে পাঠানো কালে দেবহাটার বিভিন্ন বাজার হতে ৫০ ক্যারেট আম জব্দ করা হয়েছে। জব্দ কৃত আম শনিবার ১০ই মে বিকাল ৩ টার সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান অবৈধ কেমিম্যাল দিয়ে পাকানো ৫০ ক্যারেট আম জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করেন প্রশাসন। এব্যাপারে দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অপরিপক্ক আম অধিকতর লাভে বিক্রয়ের জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার করছে। তিনি আরো বলেন,সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে অপরিপক্ক আম জব্দ করার অভিযান অব্যাহত থাকবে।