দেবহাটায় পারুলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ০৮ অক্টোবর বুধবার পারুলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন দুপুর ২ টা থেকে বিকাল ৫ পর্যন্ত বিরতিহীন ভাবে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। পারুলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম সানা, সাধারন সম্পাদক হয়েছেন- জি এস হাসান সরাফী ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন শরিফুল ইসলাম বাবু।
পারুলিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলনে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহিন এর পরিচালনায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সংসদীয় আসন-০৩ এর সাংগঠনিক টিম প্রধান ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আখতারুল ইসলাম ও জেলা বিএনপির আহবায়ক সদস্য এবাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী মহিউদ্দিন সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রার্থীরা পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, শহিদুল ইসলাম, আব্দুল হাবিব মন্টু, মোকলেছুর রহমান মুকুল। দৈনিক দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক ও সার্চ কমিটি সদস্য সচিব আবু তালেব মোল্লা, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ প্রমুখ।




















