দেবহাটাই চেয়ারম্যান আলফা চেয়ারম্যান হাবিবুর রহমান ও জি এম স্পর্শকে ফুলের শুবেচ্ছা বিনিময় করেন ইউএনও আসাদ্দুজ্জামান

- আপডেট সময় : ০৪:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীন বিশেষ প্রতিনিধিঃ- ২0শে জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সভাপতি দেবহাটা উপজেলা পরিষদে আসন গ্রহণ করেন জেলা পরিষদের সাবেক সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা, ভাই চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাই চেয়ারম্যান জি এম স্পর্শ উপজেলা পরিষদে অফিসে যোগদানের সময় ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা আসনের এমপি মহোদয় ও বহুল আলোচিত পত্রিকা পত্র দুতের সম্পাদক ও প্রকাশক স,ম,আলাউদ্দিন এর কন্যা ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুতি, উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফীউল বসার, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খাইরুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ জি এম আব্বাস উদ্দিন,পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম পাড়া বাবু, দেবহাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের আলহাজ্ব আল ফেরদাউস আলফার আব্বা ও আম্মা, ভাই চেয়ারম্যানের হাবিবুর রহমান সবুজের আম্মা, দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য ও সদস্যাবৃন্দ গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব।