দুমকিতে বিশ্ব শিক্ষক দিবসে মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান

- আপডেট সময় : ০৯:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এসময় বক্তারা শিক্ষকদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের উপস্থিতিতে উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওলিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আ. জব্বার হাওলাদার প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, সরকারি জনতা কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, আজিজ আহমেদ কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. রিয়াজুল ইসলাম,লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আশরাফ, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. অমির হোসেন, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. এবাদুল হক ও প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।