দুই দফা দাবীতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

- আপডেট সময় : ০২:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

রাসেল হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ ০৫ মে-বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবীতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা।
সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। তাদের সংগঠন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি দিয়ে আদালতের সামনে অবস্থান করেন তারা। সেসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি ইমাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুমসহ অন্যান্যারা বক্তব্য রাখেন।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করলেও তারা এখনো জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় আসেননি, ফলে তারা বেতন বৈষম্যের শিকার। ব্লক পদ বিলুপ্ত করে পদোন্নতির সুযোগসহ স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিও জানান তারা। বারবার স্মারকলিপি দিলেও কোনো অগ্রগতি না থাকায় বাধ্য হয়ে কর্মবিরতির পথ বেছে নিয়েছেন।