ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, দশজন আহত ঢাকা সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে নতুন অধ্যক্ষের যোগদান সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে — মির্জা আলমগীর ডাক্তার শহিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জি এম আব্বাস উদ্দিন ঢাকা সাভারে জামিনে বের হয়ে বাদীর স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টা ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার ২৫ দেশে প্রথমবারের কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ১২ ও ১৩ ফেব্রুয়ারি জেলা পুলিশ যশোরের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের ব্যাতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা

দীর্ঘ ৬১ বছর পর হুঁশ ফিরলো বাকৃবির

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই পদার্থ বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। কিন্তু প্রশাসনিক জটিলতায় এতদিন বিভাগটি কৃষি অনুষদের অন্তর্ভুক্ত ছিলো। অবশেষে দীর্ঘ ৬১ বছর পর বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়েছে বিভাগটি।শুক্রবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বে কৃষি অনুষদে পদার্থ বিজ্ঞান বিভাগ হতে কোর্স কারিকুলাম আহ্বান করা হতো। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স পরিবর্তনের কারণে ১৯৬৯ সাল থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পাশ করা শিক্ষার্থীদের ভর্তি করার কারণে বিভাগটি কৃষি অনুষদে গুরুত্বহীন হয়ে পড়ে। তবে শুধুমাত্র কৃষি প্রকৌশল অনুষদে আবশ্যিক হিসেবে এই বিভাগের কোর্সসমূহ পড়ানো হয়েছে।

আরও জানা যায়, ২০০২ সালের এপ্রিলে বাকৃবির অবকাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠিত হয়। ওই কমিটি ৫টি সুপারিশ করে এবং এর মধ্যে ৩ নং সুপারিশটি ছিলো পদার্থ বিজ্ঞান বিভাগকে কৃষি অনুষদের আওতামুক্ত করে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত করার বিষয়ে। তবে বাকি ৪টি সুপারিশ বাস্তবায়িত হলেও ৩নং সুপারিশটি আলোর মুখ দেখে নি।

পরবর্তীতে ২০২৪ সালের মার্চে কৃষি অনুষদের ১৮০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষি অনুষদ হতে পদার্থ বিজ্ঞান বিভাগকে অবমুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন অনুষদীয় কমিটির ২০৯তম সভায় পদার্থ বিজ্ঞান বিভাগকে প্রকৌশল অনুষদে গ্রহণ করতে রেজিস্ট্রার বরাবর আবেদন করেন। ডিনের এই আবেদনটি ২০২৪ সালের মে মাসে শিক্ষা পরিষদের সভায় অন্তর্ভুক্ত হলেও পরিসমর্থনের জটিলতায় স্থানান্তর সংক্রান্ত বিষয়টি উপস্থাপিত হয় নি। তবে ২১০ তম সভায় বিষয়টি পরিসমর্থিত হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্যের আদেশক্রমে পদার্থ বিজ্ঞান বিভাগ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে পদার্থ বিজ্ঞান বিভাগটি প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত। শুধুমাত্র বাকৃবিতে এই বিভাগটি কৃষি অনুষদের আওতাভুক্ত ছিলো। দীর্ঘ এই সময় প্রশাসনিক জটিলতায় কৃষি অনুষদ থেকে পদার্থ বিজ্ঞান বিভাগকে অবমুক্ত করা সম্ভব না হলেও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচেষ্টায় অবশেষে বিভাগটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়েছে।’

রিসালাত আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি এই প্লাটফর্মটি তৈরী করেছি এ দেশের সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে পরিচালিত করার জন্য।আমরা অবিরত থাকবো সততা নিয়ে সত্যের সাথে। দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা এ দেশের নির্যাতিত ও নিপীড়িত গনমানুষের কথা বলবে এবং সত্য প্রকাশে থাকবে আপোষহীন।
ট্যাগস :

দীর্ঘ ৬১ বছর পর হুঁশ ফিরলো বাকৃবির

আপডেট সময় : ০৬:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই পদার্থ বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। কিন্তু প্রশাসনিক জটিলতায় এতদিন বিভাগটি কৃষি অনুষদের অন্তর্ভুক্ত ছিলো। অবশেষে দীর্ঘ ৬১ বছর পর বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়েছে বিভাগটি।শুক্রবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পূর্বে কৃষি অনুষদে পদার্থ বিজ্ঞান বিভাগ হতে কোর্স কারিকুলাম আহ্বান করা হতো। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স পরিবর্তনের কারণে ১৯৬৯ সাল থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পাশ করা শিক্ষার্থীদের ভর্তি করার কারণে বিভাগটি কৃষি অনুষদে গুরুত্বহীন হয়ে পড়ে। তবে শুধুমাত্র কৃষি প্রকৌশল অনুষদে আবশ্যিক হিসেবে এই বিভাগের কোর্সসমূহ পড়ানো হয়েছে।

আরও জানা যায়, ২০০২ সালের এপ্রিলে বাকৃবির অবকাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠিত হয়। ওই কমিটি ৫টি সুপারিশ করে এবং এর মধ্যে ৩ নং সুপারিশটি ছিলো পদার্থ বিজ্ঞান বিভাগকে কৃষি অনুষদের আওতামুক্ত করে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত করার বিষয়ে। তবে বাকি ৪টি সুপারিশ বাস্তবায়িত হলেও ৩নং সুপারিশটি আলোর মুখ দেখে নি।

পরবর্তীতে ২০২৪ সালের মার্চে কৃষি অনুষদের ১৮০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কৃষি অনুষদ হতে পদার্থ বিজ্ঞান বিভাগকে অবমুক্ত করা হয়। এর ধারাবাহিকতায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন অনুষদীয় কমিটির ২০৯তম সভায় পদার্থ বিজ্ঞান বিভাগকে প্রকৌশল অনুষদে গ্রহণ করতে রেজিস্ট্রার বরাবর আবেদন করেন। ডিনের এই আবেদনটি ২০২৪ সালের মে মাসে শিক্ষা পরিষদের সভায় অন্তর্ভুক্ত হলেও পরিসমর্থনের জটিলতায় স্থানান্তর সংক্রান্ত বিষয়টি উপস্থাপিত হয় নি। তবে ২১০ তম সভায় বিষয়টি পরিসমর্থিত হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্যের আদেশক্রমে পদার্থ বিজ্ঞান বিভাগ কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে পদার্থ বিজ্ঞান বিভাগটি প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত। শুধুমাত্র বাকৃবিতে এই বিভাগটি কৃষি অনুষদের আওতাভুক্ত ছিলো। দীর্ঘ এই সময় প্রশাসনিক জটিলতায় কৃষি অনুষদ থেকে পদার্থ বিজ্ঞান বিভাগকে অবমুক্ত করা সম্ভব না হলেও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচেষ্টায় অবশেষে বিভাগটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়েছে।’

রিসালাত আলিফ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ