দীঘিনালার মধ্যবেতছড়িতে সরকারের ৬০লাখ টাকা ব্যয়ে একটি সংগঠনের ৩ মুসুল্লির জন্য মসজিদ ভবন নির্মাণ বন্ধের ব্যনারে মানববন্ধন করেছে এলাকাবাসী

- আপডেট সময় : ০৬:৫২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
অদ্য ০১-০৪-২০২৪ইং তারিখে মধ্যবেতছড়ি বাজারে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় বক্তব্যে বক্তারা অভিযোগ করে বলেন, মধ্যবেতছড়ি গোরস্তান পাড়া মসজিদের বরাদ্দ হয়েছে উপজেলা প্রশাসন থেকে আস্বস্ত করা হয়েছে। ঈদের আগেই এই গোরস্থান পাড়া মসজিদের কাজ শুরু হওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু কোন অদৃশ্য কারনে গোরস্থান পাড়া মসজিদ বাদ দিয়ে একটা সংগঠনের মসজিদের কাজ শুরু হয়? তারা আরো বলেন, গোরস্থান পাড়া মসজিদটির বয়স প্রায় ৪৫বছর, এখানে বিশাল বড় একটা কবরস্থান। দুই সমাজের প্রায় ৬০০পরিবারের এই কবরস্থান, দুই সমাজের ঈদের মাঠ। ৪৫বছরের পুরোনো জরাজীর্ণ এই মসজিদ টি বাদ দিয়ে ১বছর আগে প্রতিষ্ঠিত একটা সংগঠনের মসজিদের টেন্ডার হয়? যেখানে মোয়াজ্জেম আর ১/২জন সংগঠনের লোক ছাড়া নামাজ পড়ার লোক নাই।
এ নিয়ে দুই সমাজের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জনবহুল জায়গা গোরস্তান পাড়ায় মসজিদ নির্মাণের জোর দাবি জানান।
এ সময় সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সফিক,১নং মেরুং উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক, ১নং মেরুং ৩নং ওয়ার্ড সদস্য নাজমুল হোসেন তারা, গোরস্থান পাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সহ সভাপতি ডা: মিলন, গোরস্থান পাড়া মোহাম্মদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক গোলাপ হোসেন প্রমুখ।