সংবাদ শিরোনাম :
দিরাই যুবলীগ নেতা রায়হান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের,দিরাই-শাল্লা প্রতিনিধি:-
(সুনামগঞ্জ)দিরাই উপজেলা যুবলীগ নেতা,সাবেক সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য রায়হান মিয়াকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে২২মার্চ(মঙ্গলবার)
দিরাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রায়হান মিয়া দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন,বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Awesome https://is.gd/tpjNyL
Good https://is.gd/tpjNyL
Very good https://is.gd/tpjNyL