দিনাজপুরে নাশকতা মামলায় সাবেক এমপি সহ দুই বিএনপি নেতা আটক*
- আপডেট সময় : ০৩:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরে নাশকতা মামলায় সাবেক এমপি সহ দুই বিএনপি নেতা আটক হয়েছে।
আজ রোববার (২৫ শে ফেব্রুয়ারি ) দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ) চিরিরবন্দর আমলি আদালতের বিচারক মোঃ মনিরুজ্জামান সরকারের আদালতে
বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও দিনাজপুর – ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান মিয়াসহ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নকে কারাগারে পাঠিয়েছে আদালত ।
তারা দুজনেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন । বিচারক তাদের জামিন আবেদন শুনানি শেষে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।।
জানা গেছে, গত বছরের ২৯ শে অক্টোবরে দিনাজপুর দশমাইল – রংপুর মহাসড়কের রানীরবন্দর নামক রাস্তায় ব্যারিকেড দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করে ভাংচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা একটি নাশকতার মামলায় মহামান্য হাইকোর্ট থেকে জামিন গ্রহন করেন আকতারুজ্জামান মিয়া ও নুরে আলম সিদ্দিকী নয়ন।
জামিনের জন্য আবেদন দিয়ে আদালতে হাজির হন তারা || পরে শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে জেল আজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।