দিনাজপুরে এতিম শিশুদেরকে নিয়ে বসন্ত বরণ করলো রক্তদান সমাজকল্যাণ সংস্থা
- আপডেট সময় : ০৪:৫০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
দিনাজপুরে এতিম শিশুদের নিয়ে বসন্তকে বরণ করে নিলো দিনাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।
১৪ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব ভালোবাসা দিবস ও ১লা ফাল্গুন বসন্ত বরণ উপলক্ষে রক্তদান সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনের সহযোগিতায় দুপুরে প্রায় শতাধিক এতিম শিশুদের এক বেলা উন্নত মানের খাবার পরিবেশন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
পরে তিনি নিজ হাতে এতিম শিশুদের প্লেটে খাবার তুলে দেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, অরবিন্দ শিশু হাসপাতালে সাধারণ সম্পাদক শামীম কবির, রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সাংবাদিক শাহরিয়ার হিরু সহ গণমাধ্যমকর্মীরা।
পরে এতিম শিশুদের জন্য বিনামূল্যে লটারির টিকিট সরবরাহের মধ্য দিয়ে তাদের পুরষ্কৃত করা হয় ।
এসময় আরো উপস্থিত ছিলেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দরা।