ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে সাংবাদিককে কুপিয়ে হত্যা হরিপুরে সরাসরি গোখরা সাপ দিয়ে ঐতিহ্যবাহী পাতা খেলা দক্ষিণ রাউজানে মহানবমী পূজা উদযাপন ফেনী পৌরসভার উদ্যোগে ১৯টি পূজা মন্ডপে অনুদানের চেক বিতরণ বিজয়া দশমী অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান এবং জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম পশ্চিম গুজরায় জ্বালা কুমারী তরুণ সংঘে উগ্যােগে দুর্গোৎসব উদযাপন না ফেরার দেশে পাড়ি জমালেন ভাষা সংগ্রামী আহমদ রফিক গাজীপুরে হাইওয়ে রোডে দেহ ব্যবসার আড়ালে চাঁদাবাজি, এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঝিনাইদহে বাসচাপায় শিশুসহ ২ জন নিহত রাণীশংকৈলে সিঁদুর খেলার মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দারিদ্র্য দূর করেছি আমি, ক্রেডিট দেওয়া হয় ইউনূসকে: প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সব থেকে বেশি আর্থিক সুবিধা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন: সব থেকে বেশি উপকার যে করেছে, তার নামে এখন সে গীবত গেয়ে বেড়াচ্ছে। আসুক না মাঠে। ডিবেট (বিতর্ক) হয় না? তার সঙ্গে সরাসরি ডিবেট করবো। তার কথা হচ্ছে, উপকারিকে বাঘে খাক। যেনো উপকার স্বীকার করতে না হয়। শেখ হাসিনা কাউকে ঈর্ষা করে না, আমি জাতির পিতার কন্যা।

মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, ‘দেশ থেকে দারিদ্র্য বিমোচনে কাজ করছি আমি। গত ১৫ বছরে আমি দারিদ্র্যের হার শতকরা ৪১ ভাগ থেকে ১৮ দশমিক ৭ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। অথচ, দারিদ্র্য বিমোচনে ক্রেডিট দেওয়া হয় মুহাম্মদ ইউনূসকে।’

সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘সে (ইউনূস) তো একজন সাজাপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে সাংবাদিকরা লিখে কীভাবে?’ এ সময় ড. ইউনূসের সঙ্গে কোনো হিংসা নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ড. ইউনূসের শাস্তির পেছনে ‘সরকারের কোনো হাত নেই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আদালত তাকে শাস্তি দিয়েছে। এখানে আমার দোষটা কোথায়? তার (মুহাম্মদ ইউনূস) সঙ্গে আমার কোনো বিরোধ নেই। নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে কখনও ছিল না, এখনও নেই। আমি জানি এসব পুরস্কার যারা পান, তার পেছনে একটি রাজনীতি থাকে। আমি এগুলো চাই না। অথচ পার্বত্য অঞ্চলে আমি শান্তি প্রতিষ্ঠা করেছি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি বিরল ঘটনা। শেখ হাসিনা কারো সঙ্গে জেলাসি (হিংসা) করে না।’

সরকারপ্রধান আরও বলেন, ‘তিনি (ইউনূস) ওয়ান ইলেভেনের সময় একটি রাজনৈতিক দল গঠনেরও উদ্যোগ নিয়েছিলেন। তিনি ব্যর্থ হলেন কেন? তখন আমার নামে খুনের মামলাও হয়েছিল। হিলারি ক্লিনটনকে সঙ্গে নিয়ে দেশে দারিদ্র্য বিমোচনে প্রকল্প নিলেন। অথচ যারা ঋণ নিয়েছিল, তারা সুদের চাপে আত্মহত্যাও করেছে। আমার প্রশ্ন হলো, তিনি (ইউনূস) দারিদ্র্য বিমোচন করতে পারলেন না কেন?’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

দারিদ্র্য দূর করেছি আমি, ক্রেডিট দেওয়া হয় ইউনূসকে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সব থেকে বেশি আর্থিক সুবিধা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন: সব থেকে বেশি উপকার যে করেছে, তার নামে এখন সে গীবত গেয়ে বেড়াচ্ছে। আসুক না মাঠে। ডিবেট (বিতর্ক) হয় না? তার সঙ্গে সরাসরি ডিবেট করবো। তার কথা হচ্ছে, উপকারিকে বাঘে খাক। যেনো উপকার স্বীকার করতে না হয়। শেখ হাসিনা কাউকে ঈর্ষা করে না, আমি জাতির পিতার কন্যা।

মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, ‘দেশ থেকে দারিদ্র্য বিমোচনে কাজ করছি আমি। গত ১৫ বছরে আমি দারিদ্র্যের হার শতকরা ৪১ ভাগ থেকে ১৮ দশমিক ৭ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। অথচ, দারিদ্র্য বিমোচনে ক্রেডিট দেওয়া হয় মুহাম্মদ ইউনূসকে।’

সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘সে (ইউনূস) তো একজন সাজাপ্রাপ্ত আসামি। দণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে সাংবাদিকরা লিখে কীভাবে?’ এ সময় ড. ইউনূসের সঙ্গে কোনো হিংসা নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ড. ইউনূসের শাস্তির পেছনে ‘সরকারের কোনো হাত নেই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আদালত তাকে শাস্তি দিয়েছে। এখানে আমার দোষটা কোথায়? তার (মুহাম্মদ ইউনূস) সঙ্গে আমার কোনো বিরোধ নেই। নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা আমার মধ্যে কখনও ছিল না, এখনও নেই। আমি জানি এসব পুরস্কার যারা পান, তার পেছনে একটি রাজনীতি থাকে। আমি এগুলো চাই না। অথচ পার্বত্য অঞ্চলে আমি শান্তি প্রতিষ্ঠা করেছি। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি বিরল ঘটনা। শেখ হাসিনা কারো সঙ্গে জেলাসি (হিংসা) করে না।’

সরকারপ্রধান আরও বলেন, ‘তিনি (ইউনূস) ওয়ান ইলেভেনের সময় একটি রাজনৈতিক দল গঠনেরও উদ্যোগ নিয়েছিলেন। তিনি ব্যর্থ হলেন কেন? তখন আমার নামে খুনের মামলাও হয়েছিল। হিলারি ক্লিনটনকে সঙ্গে নিয়ে দেশে দারিদ্র্য বিমোচনে প্রকল্প নিলেন। অথচ যারা ঋণ নিয়েছিল, তারা সুদের চাপে আত্মহত্যাও করেছে। আমার প্রশ্ন হলো, তিনি (ইউনূস) দারিদ্র্য বিমোচন করতে পারলেন না কেন?’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ২১ থেকে ২২ জুন নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের পর নয়াদিল্লিতে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর।