দর্শনায় ইয়াবাসহ আটক যুবকের ভ্রাম্যমাণ আদালতে জেল
- আপডেট সময় : ০১:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-দর্শনায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান বিপ্লব (২২) নামের এক যুবককে আটক করেছেন চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার রাতে দর্শনা থানার শান্তিপাড়া গ্রামে বিপ্লবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান বিপ্লব দর্শনা শান্তিপাড়ার আকবর খাঁর ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রাতে দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান,উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন ও আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিপ্লবের বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে বিপ্লবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। তাকে গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।