দক্ষিণ ফটিকছড়িতে শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি টিটেন ক্রিকেট টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৬:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদ।
চট্টলার কিংবদন্তী সিংহ পুরুষ মরহুম শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরীর নামে টি টেন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন দক্ষিণ ফটিকছড়ি ক্রীড়া পরিবার। আজ বিকাল ৩ ঘটিকার সময় মধ্যম ধর্মপুর ঈদগাঁহ সংলগ্ন ক্রিকেট মাঠে এই খেলার শুভ উদ্বোধন হয়। এই খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন বি এন পি এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সেলিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন বি এন পির নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ। এতে সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন বি এন পির সদস্য জাগের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস সুন্নাহ ক্লথ স্টোর এর মালিক মোহাম্মদ মোরশেদ, আয়োজন জেন্টস কালেকশন এর মালিক জোবায়ের ইসলাম, আরো উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন।
জাগের হোসেন। প্রতিদ্বন্দ্বিতা করেন দু দল জাহানপুর মুফতি বাড়ি ক্রিকেট একাদশ বনাম ধর্মপুর ক্রিকেট একাদশ। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় জাহানপুর একাদশের অলরাউন্ডার মুনতাসীর। উপস্থিত সকল অতিথিরা তাদের বক্তব্যে শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরীকে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করেন, তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাকে জান্নাত বাসী করার জন্য দোয়া করেন। যারা শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরীর নামে এই টুর্নামেন্ট আয়োজন করেন তাদের সকলকে ধন্যবাদ জানান এবং মাদক মুক্ত সমাজ করার জন্য এগিয়ে আসতে আহবান জানান।