সংবাদ শিরোনাম :  
                            
                            দক্ষিণ ফটিকছড়িতে বজ্রপাতে গরুর মৃত্যু
																
								
							
                                
                              							  নিজেস্ব প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
 

মাসুদুল ইসলাম মাসুদ।
দক্ষিণ ফটিকছড়ির ধর্মপুর ২ নং ওয়ার্ড এর অন্তর্গত আলীমুদ্দীন সারাং বাড়ির কৃষক মোহাম্মদ হোসেনের এই গবাদি পশুটির মৃত্যু হয়। আজ সকাল ১১ টায় হঠাৎ  প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি ঝরা অবস্থায় হঠাৎ একটি প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। সেই সময়ে গরুটি গ্রীনহাউজ সংলগ্ন উত্তর পূর্ব পাশে জমিনে ঘাস খাচ্ছে।  একটু দূরে দাঁড়িয়ে থাকা জামাল সওদাগর দেখেন বাঁকা গতিতে একটি রশ্মি ছুটে আসে। এর পর পর গরুটি মাঠিতে লুটিয়ে পরে। পরবর্তীতে সবাই ছুটে গেলে গরুটি মৃত পায়। গরুর মালিক হোসেন বলেন, কিছু আগে গরুটি ৭০ হাজার টাকায় ক্রয় করেছি। স্বপ্ন ছিল গাভীটি বাচ্চা দিবে। আস্তে আস্তে আমার গরুর সংখ্যা বৃদ্ধি পাবে। একটু স্বচ্ছতা আসবে কিন্তু আল্লাহর কি মেহেরবানি হঠাৎ করে গাভীটির ওপর বজ্রপাত পরে আমার স্বপ্ন শেষ হয়ে যায়।
																			
										

























