ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তেলিকুড়ে গেমিং আইডিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা হাসপাতালে ভর্তি ২

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের তেলিকুড় গ্রামে অনলাইন গেম ফ্রি ফায়ার-এর একটি গেমিং আইডি কেন্দ্র করে সংঘটিত হয় ন্যক্কারজনক হামলা। এতে নারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, তেলিকুড় গ্রামের মো. বিল্লাল হোসেন (৩৫) তার ছেলে রায়হান হোসেনের (২০) জন্য তারই ফুফাতো ভাই সাগর হোসেনের কাছ থেকে একটি ফ্রি ফায়ার গেমিং আইডি উপহার হিসেবে পান। কিন্তু ওই গেমিং আইডি দখলে নেওয়ার জন্য একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাকিব হোসেন শিমুল ও কুদ্দুস আলীর ছেলে ইউসুফ আলী দীর্ঘদিন ধরেই রায়হানের উপর মানসিক চাপ সৃষ্টি করে আসছিল।

ঘটনার দিন, অভিযুক্ত সাকিব ও ইউসুফ জোরপূর্বক আইডি ছিনিয়ে নেওয়ার জন্য রায়হানকে হুমকি দেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় রায়হানের বাবা তাকে আইডি দিয়ে দিতে বলেন। একপর্যায়ে রায়হান রাজি হলেও, সামান্য বিলম্ব হওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রায়হানের উপর বেপরোয়া হামলা চালায়।

রায়হানের চিৎকারে তার বৃদ্ধা দাদী রাবেয়া বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে বাশের লাঠি দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করা হয়, ফলে তার মাথা ফেটে যায়। এ সময় রায়হানের মা ছেলেকে রক্ষা করতে এলে তাকেও বুকে লাঠি দিয়ে সজোরে আঘাত করে হামলাকারীরা। তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রাবেয়া বেগমের মাথায় ৮টি সেলাই দেন এবং রায়হানের মাকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন।

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে আহতদের থানায় নিয়ে গেলে ডিউটি অফিসার বলেন, “রোগীদের আগে সুস্থ করে তুলুন, এরপর অভিযোগ নিন—কালকে এসে দেখা যাবে।”

নিরীহ পরিবারটির উপর এমন বর্বরোচিত হামলায় তেলিকুড় গ্রামে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

তেলিকুড়ে গেমিং আইডিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা হাসপাতালে ভর্তি ২

আপডেট সময় : ০৪:৪৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের তেলিকুড় গ্রামে অনলাইন গেম ফ্রি ফায়ার-এর একটি গেমিং আইডি কেন্দ্র করে সংঘটিত হয় ন্যক্কারজনক হামলা। এতে নারীসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, তেলিকুড় গ্রামের মো. বিল্লাল হোসেন (৩৫) তার ছেলে রায়হান হোসেনের (২০) জন্য তারই ফুফাতো ভাই সাগর হোসেনের কাছ থেকে একটি ফ্রি ফায়ার গেমিং আইডি উপহার হিসেবে পান। কিন্তু ওই গেমিং আইডি দখলে নেওয়ার জন্য একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাকিব হোসেন শিমুল ও কুদ্দুস আলীর ছেলে ইউসুফ আলী দীর্ঘদিন ধরেই রায়হানের উপর মানসিক চাপ সৃষ্টি করে আসছিল।

ঘটনার দিন, অভিযুক্ত সাকিব ও ইউসুফ জোরপূর্বক আইডি ছিনিয়ে নেওয়ার জন্য রায়হানকে হুমকি দেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় রায়হানের বাবা তাকে আইডি দিয়ে দিতে বলেন। একপর্যায়ে রায়হান রাজি হলেও, সামান্য বিলম্ব হওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রায়হানের উপর বেপরোয়া হামলা চালায়।

রায়হানের চিৎকারে তার বৃদ্ধা দাদী রাবেয়া বেগম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে বাশের লাঠি দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করা হয়, ফলে তার মাথা ফেটে যায়। এ সময় রায়হানের মা ছেলেকে রক্ষা করতে এলে তাকেও বুকে লাঠি দিয়ে সজোরে আঘাত করে হামলাকারীরা। তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রাবেয়া বেগমের মাথায় ৮টি সেলাই দেন এবং রায়হানের মাকে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন।

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে আহতদের থানায় নিয়ে গেলে ডিউটি অফিসার বলেন, “রোগীদের আগে সুস্থ করে তুলুন, এরপর অভিযোগ নিন—কালকে এসে দেখা যাবে।”

নিরীহ পরিবারটির উপর এমন বর্বরোচিত হামলায় তেলিকুড় গ্রামে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন।