তাস খেলা কে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য হামিদের। কান কামড়ে ছিড়ে নিয়েছে দুর্বৃত্ত বিলায়েত
- আপডেট সময় : ০৬:২১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
তাস খেলা কে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য হামিদের। কান কামড়ে ছিড়ে নিয়েছে দুর্বৃত্ত বিলায়েত
যশোরের মনিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাটি ইউনিয়নে চান্দুয়া গ্রামে ১৯/২/২০২৪ সোমবার আনুমানিক রাত ৮ টার সময় তাস খেলা কে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য মোঃ হামিদুর রহমান হামিদের,কান ছিড়ে নিয়েছে বেলায়েত আলী। এলাকা বাসীর সুত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও বেলায়েত এক সাথে তাস খেলার সময় এই দুজনের ভিতরে কথা কাটাকাটি হয়ে বেলায়েত আলী কে মার পিট করিলে, বেলায়েত ইউপি সদস্য হামিদের সাথে সক্তিতে না পারায় এক পর্যায়ে বেলায়েত ইউপি সদস্য হামিদের কান কামড়ে ছিঁড়ে নিয়ে আসে । এ বিষয়ে আরো জানা যায়, ইউপি সদস্য বেলায়েত হোসেন কে হুমকি স্বরুপ কথা ও মারপিট করলে তার পর বেলায়েত আলী কান কামড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা। হামিদকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাময়িক চিকিৎসা করলেও ছিন্ন বিছিন্ন হয়ে যাওয়া তার কান আর কখনো জোড়া লাগানো যাবেনা বলে জানান চিকিৎসক। ইউপি সদস্যের মনে না মানায় চিকিৎসার জন্য ঢাকার একটি হসপিটালে নিয়ে যাওয়া হলেও সেইখানেও কর্তব্য রত চিকিৎসক বলেন তার কান অকেজো হয়ে গেছে এই কান আর কখনো কোনদিন জোড়া লাগানো যাবে না,বলে জানান চিকিৎসক।