তালতলীতে নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ||
- আপডেট সময় : ০৫:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
||তালতলীতে নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ||
বরগুনার তালতলীতে নিখোঁজের এক দিন পর মুছা (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুছা ওই গ্রামের সোহাগ আকনের ছেলে। মঙ্গলবার (৫ মার্চ) দুপুর থেকেই সে নিখোঁজ ছিল।
শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকেই নিখোঁজ ছিল শিশু মুছা। দিনভর সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাকে পায়নি তার তার স্বজনেরা। বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে। পরে খবর পেয়ে মুছার তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুপুরে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।